Search This Blog

Tuesday, 15 August 2017

হায় স্বাধীনতা

 হায় স্বাধীনতা

দেশদ্রোহী! স্বাধীন দেশের মাটিতে দাঁড়িয়ে স্বাধীনতার আওয়াজ তুলেছো তুমি ?
জানিস নাকি তোদের জন্য অপেক্ষমান কঠোর বধ্যভূমি 
এতই বোকা
তোরা কি সকলে সত্যি সত্যি এতই বোকা!

দেশদ্রোহী! সীমান্তে সেনা বুক চিতিয়ে লড়ছে, মরছে, সে খবর কি জানা ?
সকলের হাতে কাজ চাই বলে স্লোগান তোলা তোদের কাঙালপনা
এই অসময়ে 
সেনাবাহিনীর জয়গান গা এই অসময়ে!

দেশদ্রোহীলক্ষ কোটির ঋণখেলাপি ঘোর অনিয়ম, করে যাস চীৎকার !
চাষাদের ঋণ করবো মুকুব কেমনতরো বেয়াদব আবদার 
বুঝিস কিছু
অর্থনীতির জটিল তত্ব বুঝিস কিছু!

দেশদ্রোহী! দেশের খাবো পড়বো দেশের, তবু বিরোধীতা ঢিল তুলে নেবো হাতে!
সন্ত্রাসবাদ মাথা চাড়া দেয় ষড়যন্ত্রীর লাজহীন মদতে
করবো দমন
বিরুদ্ধবাদ চক্রান্ত করবো দমন!

দেশদ্রোহী! জনকল্যাণ কর্ম কোথায় এই নিয়ে তোরা করে যাস ঝুলোঝুলি!
খোলাখুলি বলি, এগুলো এখন বস্তাপচা সাংবিধানিক বুলি 
একটাই কাজ 
দেশপ্রেমভাব চাগিয়ে তোলার একটাই কাজ!

দেশদ্রোহী! সর্বধর্মসমন্বয়ের ধর্মকথা যতসব বুজরুকি!
আনুগত্যই মাপকাঠি তোর ভারতবাসী সাচ্চা নাকি মেকি
ধার্মিকতা
সহিষ্ণুতার বিপরীত নামই ধার্মিকতা

দেশপ্রেমিক! শতশহীদের রক্তে ভেজা সাহস রাঙা আত্মত্যাগের গাথা
ইতিহাস ভুলে মীরজাফরেরা নিয়েছে আজকে দেশপ্রেমের ঠিকা
হায় স্বাধীনতা 


পরাধীনতার সংকেত শুনি, হায় স্বাধীনতা!

No comments:

Post a Comment

প্রতীক্ষা

শীতটা বোধ হয় এবার তাড়াতাড়িই পড়বে। সবে তো মাত্র ডিসেম্বর মাসের ক ’ টা দিন হয়েছে, পশ্চিমের সূর্যের তেজ যেন বিকেল হবার আগেই কেমন ম্লান ...