Search This Blog

Sunday, 13 August 2017




হিরোসীমা  দিবস  ও  "ফ্রেন্ডশিপ ডে"
গৌতম সাহা
***********
এই তো সেদিন সভ্যতার ওই "ছোট্ট খোকা" 
টুপ করে যেই পড়ল খসে বিমান থেকে 
ব্যাঙের ছাতার মতন ধোঁয়া থোকা থোকা
ফেলল গিলে এক নিমেষে শহরটাকে!

চোখের পলকে হাজার চারেক তাপমাত্রা 
ইস্পাতকেও গলিয়ে দেওয়া ধ্বংস লীলায়
যুদ্ধটাকে খতম করার বেজায় তাড়া 
বিজ্ঞানেরই জয়গাথা লেখা একটি বোমায়!

সংখ্যাতত্ত্বে লক্ষ দেড়েক কিই বা এমন
লিলিপুটদের এত বেয়াদপী সইতে পারি! 
এ ক'টা প্রাণের দাম কিছুনা, অতি সাধারণ 
বিশ্ব জানুক কাকে বলে দাদাগিরি!

মরল অনেক তৎক্ষণাৎই, কেউ বা পরে
শরীর এবং মস্তিষ্কে দারুণ জ্বালা
বীভৎসতার তীব্র ক্ষত শহর জুড়ে 
সাঙ্গ হল শতক সেরা হত্যালীলা।

বাহাত্তরটি বছর কি আর খুবই প্রাচীন 
বিস্মৃতি প্রেম আমাদের প্রিয় আদিম নেশা
এই দিনে তবু মহা সমারহে বন্ধুত্ব দিন 

পালন করাও শতাব্দী সেরা স্থুল তামাশা!

No comments:

Post a Comment

প্রতীক্ষা

শীতটা বোধ হয় এবার তাড়াতাড়িই পড়বে। সবে তো মাত্র ডিসেম্বর মাসের ক ’ টা দিন হয়েছে, পশ্চিমের সূর্যের তেজ যেন বিকেল হবার আগেই কেমন ম্লান ...